ডি. কে. জি. এস. ইউনাইটেড কলেজ প্রতিষ্ঠার ইতিহাস
ময়মনসিংহ সদর উপজেলার ১০ নম্বর দাপুনিয়া ইউনিয়ন জনসংখ্যা এবং আয়তনে বৃহত্তর একটি ইউনিয়ন। দাপুনিয়ার পার্শ্ববর্তী ইউনিয়ন ১১ নম্বর ঘাগড়া ইউনিয়ন, এই ঘাগড়া ইউনিয়নও জনসংখ্যার দিক থেকে বৃহৎ একটি ইউনিয়ন। এই দুই ইউনিয়নে অনেকগুলো স্কুল এবং মাদ্রাসা রয়েছে কিন্তু কোন কলেজ নাই। এই বাস্তবতা উপলব্দি করতে পেরে ২০০৪ সালে দাপুনিয়া বাজার ও এর আশেপাশের গ্রামের বেশ কয়েকজন শিক্ষিত যুবক সেন্টার ফর এডুকেশনাল স্টাডিজ [ CSE, শিক্ষা গবেষণা কেন্দ্র ] নামক সংগঠনের ব্যানারে প্রচারণা চালায় জনগণকে কলেজ প্রতিষ্ঠার গুরুত্ব বুঝাতে। সেন্টার ফর এডুকেশন স্টাডিজ এর সদস্যগণকে সহযোগিতা করে দাপুনিয়া ও ঘাগড়া এলাকার আরও দুটি অরাজনৈতিক সংগঠন
UMESA [ ইউনিভার্সিটি, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এসোসিয়েশন ] এবং অনার্স মাস্টার্স স্টুডেন্টস এসোসিয়েশন। এই তিনটি অরাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ২০০৪ সালে ঘাগড়া ও দাপুনিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র দাপুনিয়া বাজার এবং এর আশেপাশের গ্রামের সকল শ্রেণি পেশার জনগণকে বুঝাতে পেরেছিল কলেজ প্রতিষ্ঠার গুরুত্ব - প্রতিষ্ঠা হলো
‘ডি. কে. জি. এস. ইউনাইটেড কলেজ’ [ দাপুনিয়া ঘাগড়া কাওয়ালটি সুহিলা/শষ্যমালা ইউনাইটেড কলেজ ]।
কলেজ প্রতিষ্ঠার সময় সর্ব শ্রেণির ও মতের লোকজনকে একত্র করে একটি সাংগঠনিক কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির হাত ধরেই কলেজের সকল কার্যক্রম ধারাবাহিকভাবে শুরু হয় এবং কলেজ প্রতিষ্ঠা লাভ করে। ২০০৪ সালে গঠিত কলেজের সাংগঠনিক কমিটির সদস্যবৃন্দের পরিচিতি দেয়া হলো :
সভাপতি
| ডা. মো. ওয়ালী উল্লাহ
| পরিচালক, সেবা ক্লিনিক
| গোষ্টা, দাপুনিয়া
|
প্রতিষ্ঠাতা
| ডা. মো. হাবিবুর রহমান
| পল্লী চিকিৎসক
| সুহিলা, ঘাগড়া
|
স্থায়ী দাতা সদস্য
| জনাব আব্দুস সালাম
| ব্যবসায়ী
| বারুরী, দাপুনিয়া
|
সদস্য
| বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. নজরুল ইসলাম বেগ
| পোস্ট মাস্টার
| ভাটী দাপুনিয়া, দাপুনিয়া
|
সদস্য
| ডা. আব্দুল কাইয়ূম
| পল্লী চিকিৎসক
| গোস্টা কান্দাপাড়া, দাপুনিয়া
|
সদস্য
| মো. দেলোয়ার হোসেন শিবলী
| শিক্ষক (সুপার)
| কাওয়ালটি, দাপুনিয়া
|
সদস্য
| মো. আরিফ রব্বানী
| চাকুরীজীবি
| কাওয়ালটি, দাপুনিয়া
|
সদস্য | মো. তাইজুল ইসলাম
| চাকুরীজীবি | মধ্য উজান ঘাগড়া, ঘাগড়া
|
সদস্য
| জহিরুল ইসলাম
| ব্যবসায়ী ও সমাজসেবক
| উজান ঘাগড়া, ঘাগড়া
|
সদস্য সচিব
| মাসুদুল হাসান
| অধ্যক্ষ
| ডি. কে. জি. এস. ইউনাইটেড কলেজ
|
কলেজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পাঠদানের অনুমতি পাওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত অত্র এলাকার সকল জনগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ দুইটির চেয়ারম্যান এবং মেম্বরগণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহযোগিতা করে আসছে এবং এখনও সহযোগিতা অব্যাহত রয়েছে।